artk
৩ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৮ অক্টোবর ২০১৮, ১২:০৫ অপরাহ্ন

শিরোনাম

শিশু ধর্ষণ-হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

নাটোর সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৫৪৮ ঘণ্টা, বুধবার ১৮ এপ্রিল ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৭৩৪ ঘণ্টা, বুধবার ১৮ এপ্রিল ২০১৮


শিশু ধর্ষণ-হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড - কোর্ট-কাচারি

নাটোরে মায়া খাতুন (১১) নামে এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুর ১টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং শিশু আদালতের বিচারক মোহাম্মদ হাসানুজ্জামান এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- নলডাঙ্গা উপজেলার ব্রক্ষ্মপুর গ্রামের (পশ্চিম অংশের) টিপুর ছেলে মো. মোবারক হোসেন ওরফে কালু (২৪) ও একই উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. মিঠুন (২৫)।

নাটোর জজ কোর্টের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট একেএম শাজাহান কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জানান, ২০১৫ সালের ২৭ জুলাই নাটোরের নলডাঙ্গা উপজেলায় এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মায়া ওইদিন সকালে স্কুলে যায়। টিফিনের পর থেকে নিখোঁজ হয়ে যায় সে। পরে মায়ার বান্ধবী জুঁইয়ের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন স্থানীয় বারনই নদীর ধারের একটি আম বাগানে গিয়ে তার লাশ পায়।

 

এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন নিহতের বাবা জহুরুল ইসলাম।

 

নিউজবাংলাদেশ.কম/এসজে/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য