artk
৩ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ১৯ অক্টোবর ২০১৮, ১:৪৬ পূর্বাহ্ণ

শিরোনাম

টাইগারদের আফগানিস্তান সিরিজের প্রস্তুতি মে’র দ্বিতীয় সপ্তাহে

স্পোর্টস রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৬২১ ঘণ্টা, মঙ্গলবার ১৭ এপ্রিল ২০১৮


টাইগারদের আফগানিস্তান সিরিজের প্রস্তুতি মে’র দ্বিতীয় সপ্তাহে - খেলা

জুনে আফগানিস্তানের সঙ্গে ভারতের সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। দুই সিরিজকে সামনে রেখে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই মাশরাফি-সাকিবদের অনুশীলন শুরু হবে।

মঙ্গলবার মিরপুরে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রি‌কেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

সাবেক এই তারকা ক্রিকেটার ও প্রধান নির্বাচক নান্নু বলেন, “১৩ মে থেকে ক্যাম্প শুরুর কথা আছে। ক্রি‌কেট অপারেশন্স থেকে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।”

উল্লেখ্য, জুনে ভারতের দেরাদুনে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলার কথা রয়েছে। যদিও বাংলাদেশ ক্রি‌কেট বোর্ড ইতোম‌ধ্যেই আফগান ক্রি‌কেট বোর্ডকে ভেন্যু পরিবর্তনের কথা জানিয়ে ব্যাঙ্গালুরু অথবা কলকাতায় সিরিজ খেলার আগ্রহ দেখিয়েছে। আফগানিস্তান সিরিজ শেষে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশ ছাড়বে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য