artk
৩০ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ১৪ ডিসেম্বর ২০১৮, ৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম

নজরুল সংগীতশিল্পী খালিদ হোসেন গুরুতর অসুস্থ

বিনোদন ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২১০৫ ঘণ্টা, সোমবার ১৬ এপ্রিল ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ০৯৪৬ ঘণ্টা, মঙ্গলবার ১৭ এপ্রিল ২০১৮


নজরুল সংগীতশিল্পী খালিদ হোসেন গুরুতর অসুস্থ - বিনোদন

একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী ও নজরুল গবেষক খালিদ হোসেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তাকে ভর্তি করানোর কথা জানিয়েছে শিল্পীর ছেলে আসিফ হোসেন।

আসিফ জানান, লাঙ ফেইলর ও হার্টের গুরুতর সমস্যায় ভুগছেন খালিদ হোসেন। গত ১২ এপ্রিল থেকেই তার অবস্থা খারাপ হতে থাকে। হাসপাতালে তাকে প্রথমত করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়। খালিদ হোসেনের চিকিৎসা তত্ত্বাবধান করছেন প্রফেসর ডা. আলী হোসেন।

১৯৪০ সালের ৪ ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন খালিদ হোসেন। দীর্ঘ পাঁচ দশক ধরে তিনি নজরুল সংগীতের সঙ্গে যুক্ত। তার কণ্ঠে নজরুল সংগীতের আলাদা জনপ্রিয়তা রয়েছে। এছাড়া নজরুল সংগীতের গবেষক হিসেবেও আলোচিত তিনি।

ক্যারিয়ারে তিনি ছয়টি নজরুল সংগীতের অ্যালবাম প্রকাশ করেছেন। খালিদ হোসেনের একটি আধুনিক গানের অ্যালবাম ও ১২টি ইসলামি গানের অ্যালবামও রয়েছে। সংগীতে অবদানের জন্য তাকে একুশে পদক পেয়েছেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ও দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ও বাংলাদেশ টেক্সট বুক বোর্ডে সংগীত নিয়ে প্রশিক্ষক ও নিরীক্ষকের দায়িত্ব পালন করেছেন। নজরুল ইনস্টিটিউটে নজরুল সংগীতের আদি সুরভিত্তিক নজরুল স্বরলিপি প্রমাণীকরণ পরিষদের সদস্য তিনি।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য