artk
৩০ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ১৪ ডিসেম্বর ২০১৮, ৭:২২ অপরাহ্ন

শিরোনাম

অবৈধ সম্পদ অর্জন
আ.লীগ সাংসদ মিজানুরকে দুদকের জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১২৫৯ ঘণ্টা, সোমবার ১৬ এপ্রিল ২০১৮


আ.লীগ সাংসদ মিজানুরকে দুদকের জিজ্ঞাসাবাদ - জাতীয়
ছবি: সংগৃহিত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-২ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে খুলনা সিটি কর্পোরেশন ও অন্যান্য সরকারি অফিসের ঠিকাদারি কাজে পরিবারের সদস্যদের নামে কাজ নিয়ে নামমাত্র কাজ করে বাকি টাকা আত্মসাৎ এবং মাদকের ব্যবসা করে শতকোটি টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সোমবার দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান প্রণব কুমার।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত