artk
৩০ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ১৪ ডিসেম্বর ২০১৮, ৭:৩৫ অপরাহ্ন

শিরোনাম

সেরা খেলোয়ারসহ ‘পিচিচি ট্রফি’ জিতল রোনাল্ডোর ছেলের

স্পোর্টস ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১২৪৭ ঘণ্টা, সোমবার ১৬ এপ্রিল ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১২৫০ ঘণ্টা, সোমবার ১৬ এপ্রিল ২০১৮


সেরা খেলোয়ারসহ ‘পিচিচি ট্রফি’ জিতল রোনাল্ডোর ছেলের - খেলা

নাতির কীর্তিতে গর্বিত দাদি দলোরেস আলভেইরো। ছেলেকে নিয়ে গর্ব করতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও।
মাত্র সাত বছর বয়সেই বিখ্যাত বাবার মতো জাদুকরী ফুটবলে দুনিয়া কাঁপাতে শুরু করেছেন ক্রিশ্চিয়ানো জুনিয়র!

মাদ্রিদের জুনিয়র স্কুল ফুটবল লিগে এবার মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফির পাশাপাশি সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছে রোনাল্ডোর ছেলে।

নাতির এ কীর্তির খবর বিশ্ববাসীকে জানাতে ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিটির ক্যাপশনে রোনাল্ডোর মা আলভেইরো লিখেছেন, ‘মাছের সন্তানেরা জানে, কীভাবে পানিতে সাঁতার কাটতে হয়।’ ওয়েবসাইট।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য