artk
৩০ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ১৪ ডিসেম্বর ২০১৮, ৭:৩১ অপরাহ্ন

শিরোনাম

প্রতিপক্ষের গুলিতে আ.লীগ নেতার স্কুলপড়ুয়া ছেলে নিহত

নোয়াখালী সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ০৯১৮ ঘণ্টা, সোমবার ১৬ এপ্রিল ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৫৪৯ ঘণ্টা, সোমবার ১৬ এপ্রিল ২০১৮


প্রতিপক্ষের গুলিতে আ.লীগ নেতার স্কুলপড়ুয়া ছেলে নিহত - জাতীয়

নোয়াখালীর হাতিয়া উপজেলায় প্রতিপক্ষের গুলিতে আওয়ামী লীগ নেতার স্কুলপড়ুয়া ছেলে নিরব উদ্দিন নিহত হয়েছে।

সোমবার রাতে উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ভেজুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিরব (১২) স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক মিরাজ উদ্দিনের ছেলে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার জানান, আওয়ামী লীগ নেতা মিরাজ উদ্দিনের সঙ্গে প্রতিপক্ষ মোহাম্মদ আলী গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে প্রতিপক্ষের একদল সন্ত্রাসী রাত ৮টার দিকে মিরাজের বাড়িতে ঢুকে হামলা চালায় ও এলোপাতাড়ি গুলি করে। এ সময় মিরাজের ছেলে নিরব টেবিলে বসে বই পড়ছিল।

সেখানে সন্ত্রসীদের গুলিতে নিরবসহ পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন দিবাগত রাত ২টার দিকে নিরব মারা যায়। অন্যদের চিকিৎসাধীন চলছে।

এ ব্যাপারে তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত