artk
৩০ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ১৪ ডিসেম্বর ২০১৮, ৫:৫২ অপরাহ্ন
ব্রেকিং
চলচ্চিত্রকার আমজাদ হোসেন মারা গেছেন                    

শিরোনাম

পাকিস্তান টেস্ট দলে ইনজামামের ভাতিজা

স্পোর্টস ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৮১৫ ঘণ্টা, রোববার ১৫ এপ্রিল ২০১৮


পাকিস্তান টেস্ট দলে ইনজামামের ভাতিজা - খেলা

গত বছরের অক্টোবরে চমক জাগিয়ে ওয়ানডে অভিষেক!  চাচা ইনজামাম-উল-হকের মান রাখতে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ইমাম-উল-হক। বাঁহাতি এই ওপেনার এবার জায়গা করে নিলেন টেস্ট দলেও।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। তাতে চমক হিসেবে এসেছে ইমাম-উল-হকের নামটি। ইমাম-উল-হকের মতো টেস্ট আঙিনায় একেবারে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ফাখর জামান, সাদ আলী আর উসমান সালাহউদ্দিন। জায়গা হয়নি পেসার ওয়াহাব রিয়াজ আর লেগস্পিনার ইয়াসির শাহর। ওয়াহাব বাদ পড়েছেন অফফর্মের কারণে, ইয়াসির নিতম্বের ইনজুরিতে ভুগছেন।

আসন্ন সফরে আয়ারল্যান্ডের ডাবলিনে একটি টেস্ট খেলবে পাকিস্তান। টেস্টটি শুরু হবে ১১ মে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। টেস্টগুলো হবে লর্ডস আর হেডিংলিতে।

পাকিস্তান টেস্ট দলে আছেন- সরফরাজ আহমেদ (অধিনায়ক), আজহার আলী, ইমাম-উল-হক, সামি আসলাম, হারিস সোহেল, বাবর আজম, ফাখর জামান, সাদ আলী, আসাদ শফিক, উসমান সালাহউদ্দিন, শাদাব খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস, হাসান আলী, রাহাত আলী এবং ফাহিম আশরাফ।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত