artk
৩ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৮ অক্টোবর ২০১৮, ১২:০৩ অপরাহ্ন

শিরোনাম

সালমানকে আকর্ষণীয় পুরুষ বললেন ঐশ্বরিয়া

বিনোদন প্রতিবেদক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১১১৩ ঘণ্টা, শনিবার ১৪ এপ্রিল ২০১৮


সালমানকে আকর্ষণীয় পুরুষ বললেন ঐশ্বরিয়া - বিনোদন

ঐশ্বরিয়া রাই। সাবেক বিশ্ব সুন্দরী। গুঞ্জন রয়েছে, তার রূপে মুগ্ধ হয়েই পাকিস্তানি অভিনেত্রী সোমি আলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন সালমান খান। এরপর সম্পর্ক গড়েন ঐশ্বরিয়ার সঙ্গে। তবে সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। সালমান খান এখনও ব্যাচেলার থাকলেও অভিষেক বচ্চনকে বিয়ে পুরোদস্তুর সংসারী ঐশ্বরিয়া। তারপরও তারা একসঙ্গে খবরের শিরোনাম হন। এই যেমন ভারতীয় গণমাধ্যমে খবর, সালমানের সঙ্গে সম্পর্কের আগে ঐশ্বরিয়া তার সম্পর্কে কি বলেছিলেন?

১৯৯৯ সালে অভিনেত্রী, সঞ্চালিকা সিমি গারওয়াল-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে মুখোমুখি হন ঐশ্বরিয়া রায়। যেখানে সালমান খানকে সবচেয়ে ‘সেক্সিয়েস্ট এবং গর্জিয়াস ম্যান’ হিসেবে মন্তব্য করেন।

এদিকে সলমন খানের সঙ্গে ব্রেকআপের পর বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বরিয়া। কিন্তু, সেই সম্পর্কও স্থায়ী হয়নি। শেষে অভিষেক বচ্চনকে বিয়ে করে আপাতত বচ্চন বাড়ির বৌ তিনি।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য