artk
৩০ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ১৬ অক্টোবর ২০১৮, ৪:২৪ পূর্বাহ্ণ

শিরোনাম

মালয়েশিয়ায় লিফট ছিড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

যশোর সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৯১৪ ঘণ্টা, মঙ্গলবার ১০ এপ্রিল ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ২০৩৯ ঘণ্টা, মঙ্গলবার ১০ এপ্রিল ২০১৮


মালয়েশিয়ায় লিফট ছিড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু - প্রবাস

মালয়েশিয়ায় ভবনে কাজ করার সময় লিফট ছিড়ে বাংলাদেশি তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের খবর পেয়ে তাদের বাড়িতে নেমেছে শোকের মাতম।

নিহতরা হলেন- বেনাপোলের ধান্যখোলা গ্রামের আয়নাল হকের ছেলে তরিকুল ইসলাম তরিক (৩২), শার্শার শ্যামলাগাছি গ্রামের আবু তালেবের ছেলে আজমিন হোসেন (২৬), যশোরের ঝিকরগাছা উপজেলার ছোট-পোদেউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (৪২)।

নিহতদের স্বজনরা জানান, মালয়েশিয়ার জোহরবারু ফরেস্ট সিটিতে টিওআইসি কোম্পানির নির্মাণাধীন ৫০ তলা ভবনের লিফট তৈরির জন্য কাজ করছিল। ৩২ তলায় লিফটের কাজ করার সময় লিফট ছিড়ে ঘটনাস্থলেই তিনজন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।

মৃত্যুর খবর শুনে নিহতদের বাড়িতে ছুটে যান শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা। ইউএনও দুর্ঘটনার কারণ সম্পর্কে খোঁজখবর নেন। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বলেন, “মালয়েশিয়ার জোহরবারু ফরেস্ট সিটিতে নির্মাণাধীন ভবনের লিফট তৈরির সময় লিফট ছিড়ে পড়ে তিনজন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের বাড়ি বেনাপোল ও শার্শা উপজেলায়। মরদেহ বাড়ি ফিরিয়ে আনতে সরকারিভাবে সার্বিক সহযোগিতা করা হবে।”

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য