artk
৩০ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ১৪ ডিসেম্বর ২০১৮, ৭:০৪ অপরাহ্ন

শিরোনাম

শিশু পার্ক থেকে মুছে দেয়া হচ্ছে জিয়ার নাম

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৪২৯ ঘণ্টা, বুধবার ২১ মার্চ ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ২০২৩ ঘণ্টা, বুধবার ২১ মার্চ ২০১৮


শিশু পার্ক থেকে মুছে দেয়া হচ্ছে জিয়ার নাম - জাতীয়

রাজধানীর শাহবাগে অন্যতম বিনোদন কেন্দ্র শিশু পার্কের নামফলক থেকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুছে ফেলা হবে। এক সপ্তাহের মধ্যে এই মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতির নাম সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তবে এটি আপাতত কারো নামে নামকরণ করা হবে না। বর্তমানে এর নাম শহীদ জিয়া শিশু পার্ক।

মন্ত্রী বলেন, “এর নতুন নাম হবে শুধু ‘শিশু পার্ক’। বর্তমান অবস্থান থেকে কিছুটা সরিয়ে নতুন আঙ্গিকে সাজানো হবে এই পার্কটিকে। আর সোহরাওয়ার্দী উদ্যানের যে জায়গাটিতে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল, সেখানে হবে একটি স্মৃতিস্তম্ভ।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত