artk
৩০ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ১৪ ডিসেম্বর ২০১৮, ৭:০৮ অপরাহ্ন

শিরোনাম

জ্যাকুলিনের ‘এক দো তিন’ ভাইরাল (ভিডিও)

বিনোদন প্রতিবেদক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৪৫৩ ঘণ্টা, সোমবার ১৯ মার্চ ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৪৫৪ ঘণ্টা, সোমবার ১৯ মার্চ ২০১৮


জ্যাকুলিনের ‘এক দো তিন’ ভাইরাল (ভিডিও) - বিনোদন
ছবি: সংগ্রহ

‘এক দো তিন’… শুনলেই বলিউডের মনে পড়ে মাধুরী দীক্ষিতকে। ১৯৮৮-এ মুক্তিপ্রাপ্ত ‘তেজাব’-এ এই গানের সঙ্গে মাধুরীর নাচ ঢুকে পড়েছে সিনে ইতিহাসে। এ বার সেই গানের সঙ্গে নেচে মাধুরীকে ট্রিবিউট জানালেন জ্যাকুলিন ফার্নান্ডেজ।

টাইগার শ্রফ এবং দিশা পাটানির ছবি ‘বাঘি ২’-এ দেখা যাবে জ্যাকুলিনের এই নাচ। সদ্য মুক্তি পেয়েছে সেই ভিডিও। যা আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরালই বলা চলে।

সন্দীপ শিরোদকারের কম্পোজিশনে নতুন এই গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। লক্ষ্মীকান্ত পেয়ারেলালের কম্পোজিশনে আসল গানটি গেয়েছিলেন অলকা যাজ্ঞিক।

এ প্রসঙ্গে জ্যাকুলিন বলেন, ‘‘ওই গানটায় মাধুরী ম্যামের পারফরম্যান্স দেখার জন্য অপেক্ষা করে থাকতাম। এটা ওঁর প্রতি আমার ট্রিবিউট। আমি তো কোন ছাড়, কেউই ওঁর অরিজিনাল পারফরমন্যান্সের ধারে কাছে আসতে পারবে না।’’

অরিজিনাল ভার্সনের কোরিওগ্রাফ করেছিলেন সরোজ খান। জ্যাকুলিনের কোরিওগ্রাফিও সরোজ করেছেন। তাঁকে সাহায্য করেছেন গণেশ আচার্য এবং আহমোদ খান। সব কিছু ঠিক থাকলে আগামী ৩০ মার্চ মুক্তি পাবে এই ছবি।


নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য