artk
১০ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৫ পূর্বাহ্ণ

শিরোনাম

বাবার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন

লালমনিরহাট সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২১৪৫ ঘণ্টা, মঙ্গলবার ১৩ মার্চ ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ২২২৬ ঘণ্টা, মঙ্গলবার ১৩ মার্চ ২০১৮


বাবার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন - জাতীয়

স্বামীর বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করায় লালমনিরহাটের হাতীবান্ধায় পিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মেয়ে সানজিদা খানম রনি।

মঙ্গলবার দুপুরে উপজেলার ফকিরপাড়া গ্রামের জহরুল ইসলামের বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সানজিদা খানম রনি উপজেলার দালাল পাড়া গ্রামের আবুল কাশেম খাঁনের মেয়ে। আর তার স্বামী হলেন উপজেলার ফকিরপাড়া গ্রামের জহরুল ইসলামের ছেলে মেহেদী হাসান মাসুম।

সংবাদ সম্মেলনে রনি বলেন, প্রায় আড়াই বছর আগে মেহেদী হাসান মাসুমের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু আমার বাবা আবুল কাশেম খাঁন এ সম্পর্ক মানতে নারাজ। তাই তিনি আমাকে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা করেন। আমি এ বিষয়টি বুঝতে পেরে কলেজে আসার কথা বলে বাড়ি থেকে পালিয়ে মেহেদীকে বিয়ে করি। আর তাই আমার বাবা অন্যের প্ররোচনায় আমার স্বামী মাসুম ও তার পরিবারের বিরুদ্ধে অপহরণ মামলা করেন।

তিনি বলেন, মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তাই আমি ওই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি ও আমাদের বিয়ে মেনে নিতে বলছি।

রনি আরো বলেন, আমি অনার্সে পড়ি ও সাবালক মেয়ে। আমি কারো প্ররোচণায় নয়, সজ্ঞানে, প্রেমের টানে এ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।

প্রসঙ্গত, ৮ মার্চ হাতীবান্ধা থানায় মাসুম ও তার পরিবারের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন রনির বাবা আবুল কাশেম।

নিউজবাংলাদেশ.কম/এস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত