artk
১০ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৫ পূর্বাহ্ণ

শিরোনাম

সিআইয়ের প্রথম নারী প্রধান হলেন গিনা হ্যাসপেল

বিদেশ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২০০৮ ঘণ্টা, মঙ্গলবার ১৩ মার্চ ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ২০২৬ ঘণ্টা, মঙ্গলবার ১৩ মার্চ ২০১৮


সিআইয়ের প্রথম নারী প্রধান হলেন গিনা হ্যাসপেল - বিদেশ

প্রথম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন গিনা হ্যাসপেল। অপরদিকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে রেক্স টিলারসনকে সরিয়ে তার জায়গায় সিআইয়ের বর্তমান প্রধান মাইক পম্পেওকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার তিনি টিলারসনের জায়গায় সিআইএ পরিচালক মাইক পম্পেওকে পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব দেয়ার কথা জানিয়েছেন।

এক টুইটে ট্রাম্প লিখেছেন, “সিআইএ ডিরেক্টর মাইক পম্পেও আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী হবেন। তিনি চমৎকার কাজ করবেন! রেক্স টিলারসন যে কাজ করেছেন তার জন্য তাকে ধন্যবাদ! গিনা হ্যাসপেল হবেন সিআইএর নতুন ডিরেক্টর এবং এই পদে তিনিই হচ্ছেন প্রথম নারী। সবাইকে অভিনন্দন!

নিউজবাংলাদেশ.কম/এস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য