artk
৯ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১:০০ পূর্বাহ্ণ

শিরোনাম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী টিলারসন বরখাস্ত

বিদেশ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৯৫৮ ঘণ্টা, মঙ্গলবার ১৩ মার্চ ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৩১৫ ঘণ্টা, বুধবার ১৪ মার্চ ২০১৮


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী টিলারসন বরখাস্ত - বিদেশ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে রেক্স টিলারসনকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার তিনি টিলারসনের জায়গায় সিআইএ পরিচালক মাইক পম্পেওকে পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব দেয়ার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পরিচালনার দায়িত্ব দিয়েছেন গিনা হ্যাসপেলকে।

এক টুইটে ট্রাম্প লিখেছেন, “সিআইএ ডিরেক্টর মাইক পম্পেও আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী হবেন। তিনি চমৎকার কাজ করবেন! রেক্স টিলারসন যে কাজ করেছেন তার জন্য তাকে ধন্যবাদ! গিনা হ্যাসপেল হবেন সিআইএর নতুন ডিরেক্টর এবং এই পদে তিনিই হচ্ছেন প্রথম নারী। সবাইকে অভিনন্দন!

দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, গত শুক্রবার টিলারসনকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। এরপর আফ্রিকা সফর সংক্ষিপ্ত করে সোমবার ওয়াশিংটন ফেরেন টিলারসন।

এক্সনমোবিল নামক প্রতিষ্ঠানের সাবেক প্রধান নির্বাহী ছিলেন রেক্স টিলারসন। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এক বছরের কিছুটা বেশি সময় ট্রাম্প প্রশাসনে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি।

এদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গিনা হ্যাসপেল। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো একজন নারীকে এ পদে নিয়োগ দেয়া হলো। জিনা একই সংস্থায় উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তাকে নিয়োগ দেয়ার কথা জানিয়ে দেয়া এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “গিনা গ্যাসপেল সংস্থাটির প্রথম নারী পরিচালক হবেন। এটি একটি ঐতিহাসিক ঘটনা।’

নিউইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়েছে, বিভিন্ন সভায় রেক্স টিলারসনের আচরণে বিরক্ত হয়েছিলেন ট্রাম্প। ওই প্রতিবেদনে আরও বলা হয়, প্রকাশ্যেই ট্রাম্পের সিদ্ধান্তে দ্বিমত প্রকাশ করতেন টিলারসন।

গত কিছুদিন ধরেই রেক্স টিলারসনের চাকরি খোয়ানোর গুজব বাতাসে ভাসছিল। কিছু কিছু সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, উত্তর কোরিয়া ও ইরান ইস্যু নিয়ে টিলারসনের সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছিল ট্রাম্পের। গত বছরের অক্টোবরে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করতে বাধ্য হয়েছিলেন টিলারসন। তখন তিনি বলেছিলেন, পদত্যাগের কথা ভাবছেন না।

নিউজবাংলাদেশ.কম/এস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য