artk
১১ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ২৫ জুন ২০১৮, ৪:০২ অপরাহ্ন

শিরোনাম

সালিশ বৈঠকে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

| নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২১৩৫ ঘণ্টা, সোমবার ১২ মার্চ ২০১৮


সালিশ বৈঠকে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা - জাতীয়

জামালপুরে বিএনপির এক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সরদর উপজেলার দিঘুলি গ্রামে সালিশ বৈঠকে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত বাবর আলী বাবু (৪০) উপজেলার দিগপাইত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, পূর্বপাড় দিঘুলী শাহপাড়া গ্রামের মহেজ উদ্দীনের সঙ্গে তার ভাতিজা কাজেম আলীর বাড়ির জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধ মীমাংসা করতে সোমবার সকালে কাজেম আলীর বাড়ির আঙিনায় সালিশ বৈঠক বসে। বৈঠক চলার সময় কাজেম আলীর লোকজন মীমাংসাকারী বাবর আলী বাবুকে পিটিয়ে গুরুতর আহত করে। উদ্ধার করে জামালপুর সদর হাসপাতাল এবং সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কাজেম আলী ও তার ছেলে জয়নাল আবেদীনকে আটক করেছে পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/এনডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত