artk
৯ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৯ পূর্বাহ্ণ

শিরোনাম

‘খালেদা জিয়ার জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হবে’

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৬৪১ ঘণ্টা, সোমবার ১২ মার্চ ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৬৪২ ঘণ্টা, সোমবার ১২ মার্চ ২০১৮


‘খালেদা জিয়ার জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হবে’ - কোর্ট-কাচারি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া চার মাসের অন্তবর্তীকালীন জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সোমবার সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, “আমরা আপিল ফাইলের কাজ শুরু করেছি। আশা করছি আগামীকাল আমরা জামিনের বিরুদ্ধে আপিলে যাব।”

তিনি আরও বলেন, “আমরা জামিনের আদেশ সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপক্ষ থেকে হাইকোর্টে আবেদন করেছিলাম। এসময় আপিলের প্রস্তুতি নিতে পারতাম। কিন্তু আদালত আমাদের আবেদন মঞ্জুর করেননি।”

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে আটক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।  রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে খুরশিদ আলম খান এবং খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন  করেছেন জয়নুল আবেদীন।

নিউজবাংলাদেশে .কম/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য