artk
১১ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ২৫ জুন ২০১৮, ৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম

নির্মাণের আগেই ধসে পড়লো সেতুর গার্ডার

ফনী সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২০৫৭ ঘণ্টা, শনিবার ২৪ ফেব্রুয়ারি ২০১৮


নির্মাণের আগেই ধসে পড়লো সেতুর গার্ডার - জাতীয়

ফেনীর সোনাগাজীতে নির্মাণের আগেই ভেঙে পড়েছে সেতুর গার্ডার। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার দুপুরে সোনাগাজী-কোম্পানীগঞ্জ সংযোগস্থলে নির্মাণাধীন সাহেবের ঘাট সেতু প্রকল্পে (ছোট ফেনী নদীর উপর) এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ রয়েছে, নির্মাণ প্রতিষ্ঠানটি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সেতুর কাজ করছিল।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পটি ২০১৬ সালের জুনে শুরু হয়েছে। ৪৭৮ মিটার দীর্ঘ সেতুটির কাজ  চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সেতুটির নির্মাণ ব্যয় ৫৩ কোটি টাকা।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ঘটনাস্থলে ও ফোনে কাউকে পাওয়া যায়নি।

সোনাগাজী ইউএনও মিনহাজুর রহমান বলেন, “সেতু ভেঙে পড়ার কথা শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেতু নির্মাণে প্রযুক্তিগত জটিলতা তদন্ত করার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত