artk
১০ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৭ পূর্বাহ্ণ

শিরোনাম

চালতার রয়েছে ওষুধি গুণ

লাইফস্টাইল প্রতিবেদক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১২২৫ ঘণ্টা, রোববার ১৮ ফেব্রুয়ারি ২০১৮


চালতার রয়েছে ওষুধি গুণ - লাইফস্টাইল
ছবি: সংগ্রহ

টক জাতীয় ফল চালতা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আচার হিসেবে খেয়ে থাকি। কিন্তু এর যে ওষুধি গুণাগুণ রয়েছে তা আমরা জানি না। তাই আজ আপনাদের জন্য এই ফলের অসাধারণ কিছু গুণের কথা জানাবো।

১. শুল রোগ- পাকা চালতা থেঁতো করে ২০ মিলিলিটার রসে এক চামচ চিনি মিশিয়ে দিনে একবার খেলে শুলরোগ দূর হয়।

২. বাত রোগ- ৩০ গ্রাম কচি চালতা বেটে, এক গ্লাস ঠাণ্ডা পানি মিশিয়ে খেলে বাতে উপকার পাওয়া যায়।

৩. পিত্ত বাড়লে- ছোট আকারের কচি চালতা ছোট ছোট টুকরো করে ১২০ মিলিলিটার পানিতে সিদ্ধ করে আধা কাপ করে তা ঠাণ্ডা অবস্থায় দিনে একবার খেতে হবে।

৪. কফ ও সর্দি- গাছের শুকনো ছালের গুঁড়ো এক গ্রাম চিনি বা মিছরি গুঁড়ো এক চামচ, আধা কাপ সামান্য গরম পানিতে মিশিয়ে দিনে একবার খেলে সর্দি ও কফ চলে যায়।

৫. ঠাণ্ডা লেগে জ্বর- ৩০ মিলিমিটার পাকা চালতার রস, তিন চামচ চিনি, ৭০ মিলিলিটার পানি- এ তিনটি একসঙ্গে মিশিয়ে দিনে একবার খেলে জ্বরের প্রকোপ কমে যায়।

৬. আমাশয় উপশম- চালতার পাতা দধির সঙ্গে গরুকে খাওয়ালে রক্ত আমাশয় উপশম হয়। বাছুরের রক্ত আমাশয়ে চালতার পাতা বিশেষ উপকারী।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য