artk
৯ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১:৪০ পূর্বাহ্ণ

শিরোনাম

ভাষা দিবসের ঐতিহ্য নিয়ে আর্ট’র আয়োজন

লাইফস্টাইল প্রতিবেদক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ০৮৫৫ ঘণ্টা, রোববার ১৮ ফেব্রুয়ারি ২০১৮


ভাষা দিবসের ঐতিহ্য নিয়ে আর্ট’র আয়োজন - লাইফস্টাইল

ভাষা দিবস উপলক্ষে আর্ট আউটলেট ফ্যাশন সচেতনদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক এনেছে।

আর্ট আউটলেট’র ভাষা দিবসের পোশাকগুলোতে ফুটে উঠেছে বর্তমান ঐতিহ্য। আর এ পোশাকগুলোর অন্যতম বৈশিষ্ট্য মার্জিত কালার কম্বিনেশন। কাপড়ের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হয়েছে সম্পূর্ণ সূতি কাপড়কে। তারুণ্যের চাহিদা বিবেচনায় শতভাগ সুতি কাপড়ে তৈরি পোশাকের ডিজাইনে আনা হয়েছে বৈচিত্র্য।

আর্ট আউটলেট এই ভাষা দিবসে ঐতিহ্য সচেতন ছেলে-মেয়েদের জন্য এনেছে এক্সক্লুসিভ ডিজাইনের টি-শার্ট, পাঞ্জাবি, টপস।

নান্দনিক এসব পোশাক পাওয়া যাবে আর্ট আউটলেটে। এ ছাড়াও নতুন ডিজাইন ও নতুন কালেকশনে রয়েছে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের পোশাক।

Facebook : https://www.facebook.com/artbd/

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য