artk
৭ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ২২ মার্চ ২০১৮, ৪:২০ পূর্বাহ্ণ

শিরোনাম

পানির নিচে অবাক জীবন

বিদেশ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১১৫১ ঘণ্টা, শুক্রবার ১৬ ফেব্রুয়ারি ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৭১৩ ঘণ্টা, শুক্রবার ১৬ ফেব্রুয়ারি ২০১৮


পানির নিচে অবাক জীবন - বিদেশ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাহাজডুবিতে সাগরে তলিয়ে যাওয়া ব্রিটিশ সামরিক গাড়ির ছবি তুলে জার্মানির টোবাইয়াস ফ্রিয়েডরিশ ২০১৮ সালের সেরা আন্ডারওয়াটার ফটোগ্রাফারের পুরস্কার জিতেছেন।

মিশরের রাস মোহামেদ উপকূলের অদূরে তোলা এই ছবি সারা বিশ্ব থেকে পাঠানো ৫০০০ ছবির সাথে প্রতিযোগিতা করেছে।

ডুবে যাওয়া যুদ্ধ জাহাজ এসএস থিসেলেগর্মের গর্ভে শুয়ে আছে নর্টন ১৬এইচ মডেলের মোটরবাইকএই ছবিটির শিরোনাম দেয়া হয়েছে ‘সাইকেল ওয়ার’। এতে দেখা যাচ্ছে, ডুবে যাওয়া যুদ্ধ জাহাজ এসএস থিসেলেগর্মের গর্ভে শুয়ে আছে নর্টন ১৬এইচ মডেলের মোটরবাইক।

“এই ছবিটা তোলার জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে ছিলাম,” বলছেন টোবাইয়াস ফ্রিয়েডরিশ। কিন্তু পুরো ছবিটা একটা মাত্র ফ্রেমে তুলে আনা অসম্ভব মনে হচ্ছিল।”

টোকিওর ইজু উপদ্বীপে এই পানকৌড়ির ছবিটি তুলতে ফিলিপো বর্গির সময় লেগেছিল দুই দিন।সেরা ব্রিটিশআন্ডারওয়াটার ফটোগ্রাফারের পুরস্কারর পান গ্র্যান্ট টমাস। তার ছবির শিরোনাম ‘লাভ বার্ডস’।

স্কটল্যান্ডের লখ লোমন্ড হ্রদে তিনি এই ছবিটি তুলেছেন।

এই প্রতিযোগিতায় মোট ১১টি বিভাগ ছিল।এর মধ্যে ছিল ম্যাক্রো, ওয়াইড অ্যাঙ্গেল, বিহেভিয়ার ইত্যাদি ক্যাটেগরি। বিবিসি।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত