artk
১০ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৫ পূর্বাহ্ণ

শিরোনাম

দ্বিতীয় দফায় জাবির ভিসি ফারজানা ইসলাম

জাবি প্রতিনিধি | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭১৭ ঘণ্টা, বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৭২৭ ঘণ্টা, বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি ২০১৮


দ্বিতীয় দফায় জাবির ভিসি ফারজানা ইসলাম - শিক্ষাঙ্গন

নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা ইসলামকে দ্বিতীয় দফা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চার বছর মেয়াদে ভাইস-চ্যান্সেলর (ভিসি) পুনঃনিয়োগ করা হয়েছে।

তিনি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলা ভাইস-চ্যান্সেলর (ভিসি) ছিলেন।

জাবির উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ জাবির চ্যান্সেলর এবং শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার সকালে তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।

সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেছে, শিক্ষা মন্ত্রণালয় খুব শিগগিরই এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

২ মার্চ ২০১৩ সালে অধ্যাপক ফারজানাকে দেশের প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয়া হয়।

ফারজানা ১৯৫৭ সালে শরীয়তপুর জেলার বদরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেন।

১৯৮৬ সালে তিনি জাবির নৃতত্ত্ব বিভাগে যোগদান করেন এবং পরবর্তীতে নৃতত্ত্ব বিভাগে চেয়ারম্যান হন। তিনি ২০০১ সালে যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

নিউজবাংলাদেশ.কম/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য