artk
১ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ৯:২৯ অপরাহ্ন

শিরোনাম

ভালোবাসা দিবসে ঘরে বসে পূজা করার নির্দেশ!

বিদেশ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২২২৪ ঘণ্টা, মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১২৫৩ ঘণ্টা, বুধবার ১৪ ফেব্রুয়ারি ২০১৮


ভালোবাসা দিবসে ঘরে বসে পূজা করার নির্দেশ! - বিদেশ

ভালোবাসা দিবসে ক্যাম্পাসে ঘোরাফেরা না করে নিজেদের শিক্ষার্থীদের পূজা করার নির্দেশ দিয়েছে ভারতের লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়।

আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ও ‘শিবরাত্রি পূজা’। ‘পশ্চিমা সংস্কৃতি’র প্রভাবে ওইদিন নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে।

ভারতের লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয় বরাবরই ‘ভ্যালেন্টাইনস ডে’ এর ওপর রীতিমতো ক্ষিপ্ত। ২০০৯ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই দিবসে ফুল ও অন্য উপহার নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে নিষেধাজ্ঞা দেয়।

লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওই নির্দেশনায় বলা হয়েছে, গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে পশ্চিমা সংস্কৃতির প্রভাবে তরুণ-তরুণীরা ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে পালন করছে। কিন্ত চলতি বছর ওইদিন শিবরাত্রি হওয়ায় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

ওইদিন পড়াশুনা ও পরীক্ষা হবে না বিশ্ববিদ্যালয়ে। ওইদিন ছেলেমেয়েদের কলেজ ক্যাম্পাসে না পাঠাতে বলা হয়েছে শিক্ষার্থীদের বাবা-মায়েদের।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত