artk
১ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ৮:১৯ অপরাহ্ন

শিরোনাম

রাষ্ট্রপতিকে জাপা প্রতিনিধি দলের অভিনন্দন

সিনিয়র রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২১২৬ ঘণ্টা, মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ২২১০ ঘণ্টা, মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি ২০১৮


রাষ্ট্রপতিকে জাপা প্রতিনিধি দলের অভিনন্দন - রাজনীতি

বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধিদল মঙ্গলবার জাতীয় সংসদ কার্যালয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাতকালে টানা দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আবদুল হামিদকে অভিনন্দন জানান বিরোধীদলীয় নেত্রী। সেই সাথে তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও নতুন মেয়াদে সফলতা কামনা করেন।

জবাবে অভিনন্দন জানানোয় রওশন এরশাদকে ধন্যবাদ জানান আবদুল হামিদ।

এর আগে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি জাতীয় সংসদে সাংবাদিক লাউঞ্জ পরিদর্শনে যান এবং সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন।

আবদুল হামিদ রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ শেষে নিজের সরকারি বাসভবন বঙ্গভবনে ফেরার পথে সংসদ ভবনে যান।

নিউজবাংলাদেশ.কম/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত