artk
৪ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ১৯ নভেম্বর ২০১৮, ৫:১৭ পূর্বাহ্ণ

শিরোনাম

রাজধানীতে ছিনতাইকারীর কবলে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২০০৮ ঘণ্টা, মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ২২৪১ ঘণ্টা, মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি ২০১৮


রাজধানীতে ছিনতাইকারীর কবলে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১ - জাতীয়

রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকালে প্রাইভেটকারের নিচে পড়ে হেলেনা বেগম নামে এক নারীর মৃত্যুর ঘটনায় আবব্দুল্লাহ (৩০) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আব্দুল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার আশুলিয়া থেকে আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।

আব্দুল্লাহর জবানবন্দি প্রসঙ্গে তিনি জানান, ঘটনার সময় আবদুল্লাহ প্রাইভেটকারের পেছনে বসা ছিলো এবং গাড়িতে মোট চারজন ছিনতাইকারী ছিলো।

জড়িত বাকি তিনজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান এসি সুমন কন্তি চৌধুরী।

গত ২৬ জানুয়ারি ভোরে ধানমন্ডি সাত নম্বর সড়কে একটি প্রাইভেটকারের ভেতর থেকে হেলেনা বেগমের ব্যাগ ধরে হেঁচকা টান দিলে ওই প্রাইভেট কারের নিচে পড়ে মারা যান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসডি/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত