artk
১ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ৯:২০ অপরাহ্ন

শিরোনাম

বইমেলায় রেজাউল করিম খোকনের দুটি বই

শিল্প-সাহিত্য ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭২৩ ঘণ্টা, মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি ২০১৮


বইমেলায় রেজাউল করিম খোকনের দুটি বই - শিল্প-সাহিত্য

একুশে বইমেলায় এবার এসেছে রেজাউল করিম খোকনের দুটি বই। এর একটি উপন্যাস অন্যটি অর্থনীতি বিষয়ক নিবন্ধের বই।

উপন্যাস: ‘স্বপ্নের এই শহরে’
শহুরে জীবনের স্বপ্ন আর বাস্তবতার বিষয় নিয়ে গড়ে উঠেছে এই উপন্যাসের কাহিনী। ঝরঝরে বর্ণনা ভঙ্গিতে লেখক তার নিজস্ব ঢঙে লেখার চেষ্টা করেছেন। উপন্যাসটিতে উঠে এসেছে শহুরে জীবনের নানা দিক, আছে স্বপ্ন, বাস্তবতা আর স্বপ্নভঙ্গের নিয়তি।

মফস্বল শহর থেকে ঢাকায় পড়তে আসা মুনা, ধনাঢ্য ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ, ব্যাংকার হাসান, এক সময়ের এয়ারহোস্টেস বর্তমানে হাউজওয়াইফ রুমানা, ফ্যাশন মডেল সানজানা... তাদের অনেক স্বপ্ন ছিল। স্বপ্ন পূরণের পথ ধরে এই শহরে তাদের জীবনযাপন। স্বপ্নের এই শহর কি তাদের সব চাওয়া পূরণ করতে পেরছে? ‘স্বপ্নের এই শহরে’ উপন্যাসের কাহিনীটা এভাবেই এগিয়ে গেছে।

বইটির প্রকাশক ‘গ্রন্থ কুটির’। পাওয়া যাচ্ছে বইমেলার স্টল নম্বর ২৯৬-২৯৭।

বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। অনেক সম্ভাবনার দেশ হিসেবে সারা বিশ্বে সবার মনোযোগ আকর্ষণ করেছে। বাংলাদেশের অর্থনীতিতে সম্ভাবনার নানা দিক উন্মোচিত হচ্ছে দিনে দিনে। অর্থনীতির সেই সম্ভাবনার নানাদিক তুলে ধরা হয়েছে গ্রন্থের সংকলিত লেখকের বিভিন্ন নিবন্ধে।

বইটি প্রকাশ করেছে ‘অ্যাডর্ন পাবলিকেশনস’। মেলায় পাওয়া যাবে ২৭৭-২৮০ নম্বর স্টলে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য