artk
১ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ৮:৩৫ অপরাহ্ন

শিরোনাম

রোনালদোরন সঙ্গে মেসির বন্ধুত্ব সম্ভব নয়!

স্পোর্টস ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১২৪৫ ঘণ্টা, মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৬৫১ ঘণ্টা, মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি ২০১৮


রোনালদোরন সঙ্গে মেসির বন্ধুত্ব সম্ভব নয়! - খেলা
ছবি: সংগ্রহ

নিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। দুজনেই বিশ্বসেরা ফুটবলার। কে বড় এ বিতর্কে না যাওয়াই ভালো। দুজনেই ফুটবলের সেরা পুরস্কার বাগিয়েছেন। কিন্তু রোনাল্ডোর সঙ্গে লিওনেল মেসির ভবিষ্যতেও বন্ধুত্ব গড়ে উঠবে না বলে জানিয়েছেন মেসি নিজেই। কিন্তু কেন?

প্রতিদ্বন্দ্বিতা নয়, এর পেছনে অন্য কারণ বলছেন মেসি। তার মতে, একসঙ্গে সময় কাটানো ও একে অপরকে জানার মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠে। আমাদের মধ্যে সেই সুযোগ নেই।

ওয়ার্ল্ড সকার ম্যাগাজিনকে খুদে জাদুকর বলেন, ‘‘আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতেও কোনো বন্ধুত্ব গড়ে ওঠার সম্ভাবনা নেই। এর পেছনে অন্যতম কারণ- কেবল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের দেখা হয়, যা টুকটাক একটু কথা হয় ওই সময়েই। এভাবে কখনই বন্ধুত্ব গড়ে ওঠে না।’’

মেসি আরও বলেন, ‘‘আমাদের সব কিছুই ঠিকঠাক। তবে দুজনের জীবন দুদিকে প্রবাহিত।’’

চলতি মৌসুমটা ভালো কাটছে না রোনালদো। ভীষণ গোল খরায় ভুগছেন তিনি। তার অফফর্মে লা লিগা ও কোপা ডেল রে থেকে ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। এখন স্বপ্ন হয়ে রয়েছে কেবল চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

অন্যদিকে ফর্মের তুঙ্গে আছেন মেসি। অনন্য নৈপুণ্যে কোপা ডেল রের ফাইনালে তুলেছেন বার্সালোনাকে। লা লিগা শিরোপার দৌড়ে রেখেছেন শীর্ষে। ইউরোপ-সেরার প্রতিযোগিতাতেও রেসে রেখেছেন কাতালানদের।

নিউজবাংলাদেশ.কম/এমএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য