artk
১ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ৯:১৬ অপরাহ্ন

শিরোনাম

মা‌নিকগ‌ঞ্জে বাইকে ওড়না পেঁচিয়ে গৃহবধূ নিহত

মা‌নিকগঞ্জ সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ০৯২০ ঘণ্টা, মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৩২৪ ঘণ্টা, মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি ২০১৮


মা‌নিকগ‌ঞ্জে বাইকে ওড়না পেঁচিয়ে গৃহবধূ নিহত - জাতীয়

মা‌নিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় হ্যালো বাইকে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লে‌গে এক গৃহবধূ নিহত হয়েছেন।

নিহত খাদেজা খানম এ্যানি (২২) ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী।

সোমবার সন্ধ্যায় জেলার ঘিওর উপজেলার সিংজুরী এলাকায় এ দুঘটনা ঘটে।

জানা গে‌ছে, খাদেজা খানম তার স্বামী মিন্টু মিয়া, দুই বছরের পুত্র সন্তান ও তার পরিবারের সদস্যদের নিয়ে হ্যালো বাইকে ক‌রে পাশের গ্রাম কাশেমপুর গ্রাম থেকে ফেরার পথে, উপজেলার সিংজুরী এলাকায় হ্যালো বাইকের ইঞ্জিনের সঙ্গে গৃহবধূ খাদেজা খানমের গলার ওড়না পে‌চি‌য়ে যায়। এ সময় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লে‌গে তিনি মারাত্মকভা‌বে আহত হন। পরে তাকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত