artk
৪ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ১৯ নভেম্বর ২০১৮, ৫:২৬ পূর্বাহ্ণ

শিরোনাম

২৫ ধরনের প্রাথমিক বিদ্যালয় আছে দেশে: মোস্তাফিজুর রহমান

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৮১৯ ঘণ্টা, সোমবার ১২ ফেব্রুয়ারি ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১০৪৩ ঘণ্টা, মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি ২০১৮


২৫ ধরনের প্রাথমিক বিদ্যালয় আছে দেশে: মোস্তাফিজুর রহমান - শিক্ষাঙ্গন

প্রাথমিক বিদ্যালয় বার্ষিক জরিপ ২০১৭ অনুযায়ী দেশে বর্তমানে ২৫ ধরনের প্রাথমিক বিদ্যালয় রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। এর সংখ্যা মোট এক লাখ ৩৩ হাজার ৯০১টি বলে জানান তিনি।

সোমবার সংসদে সরকারি দলের সদস্য শেখ মো. নূরুল হকের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।,

মোস্তাফিজুর রহমান বলেন, “এসব প্রাথমিক বিদ্যালয়ে মোট পাঁচ লাখ ৫৭ হাজার শিক্ষক কর্মরত রয়েছে, যার মধ্যে মহিলা শিক্ষক তিন লাখ ৫১ হাজার ৮৬৩ জন।”

এ ছাড়া আউট সোর্সিংয়ের মাধ্যমে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে দপ্তরী কাম নৈশ প্রহরীর নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

মোস্তাফিজুর রহমান বলেন, “বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা বাবদ সরকারের বার্ষিক ১০ কোটি টাকার অধিক ব্যয় হয়। ২০১৬-১৭ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য রাজস্ব বাজেটে সর্বমোট ব্যয় হয়েছে ১০ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার ২০৬ টাকা।”

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য