artk
১ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ৯:০১ অপরাহ্ন

শিরোনাম

‘ওপারে চন্দ্রাবতী’তে অভিনয় করছেন না পরীমণি

বিনোদন প্রতিবেদক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ০৮০৪ ঘণ্টা, সোমবার ১২ ফেব্রুয়ারি ২০১৮


‘ওপারে চন্দ্রাবতী’তে অভিনয় করছেন না পরীমণি - বিনোদন
ফাইল ফটো

ওপারে চন্দ্রাবতী সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করছিলেন চিত্রনায়িকা পরীমণি। সেখানে অভিনয় না করার কথা জানিয়েছেন তিনি।

পরীমণি বলেন, “গত কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না। জ্বর ও সর্দি-কাশিতে ভুগছি। চিকিৎসকরা আপাতত বিশ্রামে থাকতে বলেছেন। তবে শুধু এই সর্দি-কাশি নয়, আসলে গত তিন বছর টানা অভিনয় করে শারীরিকভাবে বিধ্বস্ত আমি। এখন শরীরও মনে হয় প্রতিশোধ নেওয়া শুরু করেছে। ক্লান্তির এই ছাপ মানসিক চাপকে তরান্বিত করছে। তাই চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, আপাতত যেন বাড়তি চাপ না নেই।”

চিকিৎসরা তাকে আগামী কিছু দিন ‘হেভি লাইট’ থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।

পরীমণি বলেন, “আপাতত যেসব কাজ চলছে সেগুলোতেই সময় দিতে চাই। তাই ‘ওপারে চন্দ্রাবতী’তে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে আশা করি, ভবিষ্যতে রফিক ভাইয়ের অন্য কোনো ছবিতে আমাকে দেখা যাবে।”

উল্লেখ্য, গত সপ্তাহে তরুণ নির্মাতা রফিক শিকদারের ‘ওপারে চন্দ্রাবতী’ ছবিতে চুক্তিবদ্ধ হন হালের আলোচিত নায়িকা পরীমণি। এতে নায়কের ভূমিকায় অভিনয় করার কথা রয়েছে সাইমনের।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য