artk
৪ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ১৯ নভেম্বর ২০১৮, ৫:৩০ পূর্বাহ্ণ

শিরোনাম

অসুস্থ আল্লামা শফীকে দেখতে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২০৩৮ ঘণ্টা, শুক্রবার ০২ ফেব্রুয়ারি ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৩২৩ ঘণ্টা, শনিবার ০৩ ফেব্রুয়ারি ২০১৮


অসুস্থ আল্লামা শফীকে দেখতে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী - জাতীয়
ফাইল ফটো

অসুস্থ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীর সাথে সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় আল্লামা শফীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে সাংবাদিকদের তিনি জানান, রাজনৈতিক কোনো উদ্দেশ্যে নয়, শুধু অসুস্থতার জন্যই তাকে (আল্লামা শফী) দেখতে গিয়েছিলেন তিনি।

এসময় আসাদুজ্জামান খাঁন কামাল জানান, আইন অনুযায়ী খালেদা জিয়ার বিচার হচ্ছে। বিচারের রায় যা হবে, তা কার্যকর হবে। এখন সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। প্রোপাগান্ডা চালানোর প্রশ্নই আসে না।

হেফাজতে ইসলাম প্রধানের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের সময় চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে আসাদুজ্জামান খাঁন কামাল ফটিকছড়ির নানুপুরে জামেয়া ইসলামিয়া ওবায়দিয়া মাদরাসার মিলাদ মাহফিলে যোগ দেন।

নিউজবাংলাদেশ.কম/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত