artk
৪ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ১৯ নভেম্বর ২০১৮, ৫:০৯ পূর্বাহ্ণ

শিরোনাম

ট্রেনে কাটা পড়ে দুই পা হারালেন ঢাবি ছাত্র শান্ত

জেলা সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭১৫ ঘণ্টা, সোমবার ২২ জানুয়ারি ২০১৮


ট্রেনে কাটা পড়ে দুই পা হারালেন ঢাবি ছাত্র শান্ত - জাতীয়

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুই পা কাটা পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল ইসলাম শান্তর (২২)। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাকে।

শান্ত ঢাবির গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বড় চাকলি গ্রামের শাহজাহান আলী মাস্টারের ছেলে।

সোমবার সকালে সদর উপজলোর শহীদ এম. মনসুর আলী স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি সাঈদ ইকবাল জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এক্সপ্রেস ট্রেনটি শহীদ এম. মনসুর আলী স্টেশন থেকে ছেড়ে দেয়ার সময় শান্ত ওই ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে গেলে তার দুই পা দ্বিখণ্ডিত হয়ে যায়।

মারাত্মক আহত অবস্থায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত