artk
১ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ৮:১৮ অপরাহ্ন

শিরোনাম

ভাইকে বাঁচাতে বাঘের সঙ্গে লড়াই!

বিদেশ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৫১৬ ঘণ্টা, সোমবার ২২ জানুয়ারি ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১১০৬ ঘণ্টা, মঙ্গলবার ২৩ জানুয়ারি ২০১৮


ভাইকে বাঁচাতে বাঘের সঙ্গে লড়াই! - বিদেশ
প্রতীকী ছবি

এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দিতে পারে, এমন কথা আবারও প্রমাণ করলেন ভারতের এক যুবক। জীবন বাজি রেখে বাঘের সঙ্গে লড়াই করে তিনি নিজের ছোট ভাইকে বাঁচিয়েছেন।

তবে বাঘের আক্রমণে দুই ভাই জখম হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকালে মোল্লাখালীর কালীদাসপুর গ্রাম থেকে কাঁকড়া শিকারির একটি দল সুন্দরবনের খোলাখালী জঙ্গলে গিয়েছিল। এ সময় একটি বাঘ দিবাকর ও দেবব্রত সরকার নামে দুই ভাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। দিবাকর নিজেকে বাঁচাতে পারলেও দেবব্রতকে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই বাঘ। কিন্তু ভাইকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন দিবাকর। তিনি একটি লাঠি নিয়ে বাঘের ওপর ঝাঁপিয়ে পড়েন। বাঘে–মানুষে লড়াই বেঁধে যায়। একসময় বাঘটি পরাজয় স্বীকার করে পালিয়ে যায়। পরে তাদের দুজনকেই নৌকায় করে হাসপাতালে নেয়া হয়।

রোববার সকালে এ খবর ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ হাসপাতালে ওই দুই ভাইকে দেখতে ছুটে আসেন। দিবাকর জানান, বাঘের মুখ থেকে ভাইকে বাঁচাতে পেরেছি, এতেই আমি গর্বিত।

নিউজবাংলাদেশ.কম/এনডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত