artk
৮ ফাল্গুন ১৪২৪ বঙ্গাব্দ, মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি ২০১৮, ৩:২১ অপরাহ্ন
ব্রেকিং
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের বিরুদ্ধে খালেদার আপিল                    

শিরোনাম

সৌদিতে গাড়ি উল্টে তিন বাংলাদেশিসহ নিহত ১০

বিদেশ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৩০৫ ঘণ্টা, সোমবার ২২ জানুয়ারি ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৪৩২ ঘণ্টা, সোমবার ২২ জানুয়ারি ২০১৮


সৌদিতে গাড়ি উল্টে তিন বাংলাদেশিসহ নিহত ১০ - বিদেশ
ছবি: সংগ্রহ

সৌদি আরবের আল বাহা প্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ ১০ জন প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশি শ্রমিকরা হলেন-মালাম মিয়া, শাহ আলম মিয়া এবং সাইফুল ইসলাম। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বাকি চারজন মিশরীয়, দু'জন ভারতীয়।

শনিবার সন্ধ্যায় আল বাহা প্রদেশে তারা যে ভ্যানটিতে করে যাচ্ছিলেন তার পাহাড়ি রাস্তায় উল্টে গেলে ওই দুর্ঘটনা ঘটে। ওই শ্রমিকরা খাদ্য সরবরাহ প্রতিষ্ঠানের হয়ে কাজ করতেন। ওই প্রতিষ্ঠানটি আল বাহায় অবস্থিত বালিজুরাসি হাসপাতালেও খাবার সরবরাহ করতো। শ্রমিকরা তাদের ছুটির দিন কাটাতে মক্কার কুনফুনদা শহরে যাচ্ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত