artk
১ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৫ নভেম্বর ২০১৮, ৯:২৩ অপরাহ্ন

শিরোনাম

ফেসবুকে অনিকের শেষ স্ট্যাটাস

নিউজ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৯০২ ঘণ্টা, রোববার ২১ জানুয়ারি ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৯১০ ঘণ্টা, রোববার ২১ জানুয়ারি ২০১৮


ফেসবুকে অনিকের শেষ স্ট্যাটাস - জাতীয়

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের এমপি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনিক আজিজ (৩২) ঢাকার ন্যাম ভবনে আত্মহত্যা করেছেন।

রোববার সকাল ৮টার দিকে শেরেবাংলা নগর থানার ৫ নম্বর ন্যাম ভবনের ৬০৪ নম্বর রুম থেকে তার এ মরদেহ উদ্ধার করা হয়।

মৃত্যুর একদিন আগে শনিবার ভোর ৪টা ৫মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নিজস্ব প্রোফাইলে শেষ একটি স্ট্যাটাস দিয়েছিলেন অনিক। 

এতে ‘তোর জন্য চিঠির দিন......’ শিরোনাম দিয়ে ‘তোর জন্য-২ ওপেন টি বাইস্কোপ’ সিনেমার একটি পেজ শেয়ার করেছিলেন তিনি।

অনিকের ফেসবুক বন্ধুরা তার মারা যাওয়া নিয়ে শোক প্রকাশ করেছেন।

অনিকের খবর শুনে হারুন ভুইয়া নামের এক ফেসবকু ব্যবহারকারী ওই পোস্টের নিচে লিখেছেন, “ভাই তুমি চলে গেলে নাফেরার দেশে। কী এমন কষ্ট ছিল অকালেই তোমাকে চলে যেতে হলো।”

অনিকের মৃত্যু সংবাদ নিয়ে নাহিদ হাসান সৈকত নামের একজন লিখেছেন, “এটা কী করে সম্ভব, বিশ্বাস হচ্ছেনা, এত প্রাণ উৎচ্ছ্বাস কেউ আত্মহত্যা করবে।”

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর জানান, রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটের কেবল (তার) গলায় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে ছিল অনিকের মরদেহ। এছাড়া তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

নিউজবাংলাদেশ.কম/এসজে/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত