artk
৪ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ১৯ নভেম্বর ২০১৮, ৫:০৬ পূর্বাহ্ণ

শিরোনাম

ভরাডুবির ভয়ে কী সুন্দর খেলা: মোশাররফ

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৫৫৬ ঘণ্টা, বুধবার ১৭ জানুয়ারি ২০১৮


ভরাডুবির ভয়ে কী সুন্দর খেলা: মোশাররফ - রাজনীতি

ঢাকা উত্তর সিটিতে ভরাডুবির ভয়ে সরকারের ইঙ্গিতেই নির্বাচন স্থগিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মোশাররফ বলেন, “একটু আগে খবর পেলাম নির্বাচন স্থগিত করা হয়ে গিয়েছে। কী সুন্দর খেলা! ভরাডুবির ভয়ে এ কাজ করা হয়েছে।”

এই স্থগিতাদেশের মধ্যে সরকারের প্রতিফলিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটিতে ভোট হওয়ার কথা ছিল। এরইমধ্যে আওয়ামী লীগ ও বিএনপি মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে।

তবে নির্বাচন স্থগিতের জন্য যে দুই ব্যক্তি রিট করেন, তারা দুইজনই ইউনিয়ন পরিষদ চেয়াম্যান। একজন বিএনপি ও অন্যজন আওয়ামী লীগের নেতা। তাদের করা রিট আবেদন শুনানি করেই নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেন হাই কোর্ট।

নিউজবাংলাদেশ.কম/এনডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত