artk
৮ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ২৪ অক্টোবর ২০১৮, ১:০৭ পূর্বাহ্ণ

শিরোনাম

শাকিব-মিমের আইটেম গান ‘লালি লিপস্টিক’ (ভিডিও)

বিনোদন প্রতিবেদক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১০৪৬ ঘণ্টা, শুক্রবার ১২ জানুয়ারি ২০১৮


শাকিব-মিমের আইটেম গান ‘লালি লিপস্টিক’ (ভিডিও) - বিনোদন

শাকিব খানের আমি নেতা হবো ছবির ‘লাল লিপিস্টিক’ শিরোনামের আইটেম গানে শাকিবের সঙ্গে নেচেছেন নায়িকা বিদ্যা সিনহা মিমকে।

কলকাতার এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার রাতে গানটি প্রকাশ করা হয়েছে। এরইমধ্যে গানটি ১ লাখ ৮০ হাজারের বেশি বার দেখা হয়েছে।

প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন আকাশ সেন। সঙ্গে আছেন তৃষা। গানের সঙ্গে কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম। ডিজাইনার ও স্টাইলিস্ট হিসেবে আছেন রামীম রাজ।

‘আমি নেতা হবো’ ছবিটির মাধ্যমে ৮ বছর পর শাকিব খানের সঙ্গে পর্দায় ফিরছেন মিম। অবশ্য এ জুটিকে ‘মামলা হামলা ঝামেলা’ নামে আরো একটি সিনেমায় দেখা যাবে।

গত ঈদুল ফিতরের পরপরই ঢাকায় শুরু হয় ‘আমি নেতা হবো’র শুটিং। উত্তম আকাশ পরিচালিত এ ছবিতে শাকিব-মিম ছাড়াও আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, সাদেক বাচ্চু, সুপ্তি শেখ, কাজী হায়াৎ প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য