artk
৮ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ২৪ অক্টোবর ২০১৮, ১২:৪৬ পূর্বাহ্ণ

শিরোনাম

সানগ্লাসেই ভিডিও-ছবি তোলা যাবে!

আই-টেক প্রতিবেদক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ০৮৫২ ঘণ্টা, শুক্রবার ১২ জানুয়ারি ২০১৮


সানগ্লাসেই ভিডিও-ছবি তোলা যাবে! - আই-টেক

ফিল্ম ক্যামেরার যুগ শেষ হয়েছে কবে। তার পর ডিজিটাল ক্যামেরা, শেষে মোবাইলে আমরা ছবি তুলতে বা ভিডিও করতে পারি। কিন্তু এবার সেই ঝক্কিও শেষ। এবার সানগ্লাসেই আপনি যেমন ছবি তুলতে পারবেন আবার প্রয়োজনে ভিডিও করতে পারবেন। তারপর স্মার্টফোনের সাহায্যে সেই ছবি বা ভিডিও সরাসরি পাঠাতে পারবেন স্ন্যাপচ্যাট, ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে।

বৈদ্যুতিক স্কেটবোর্ড প্রস্তুতকারী সংস্থা অ্যাক্টন আর কয়েক মাসের মধ্যেই বাজারে আনতে চলেছে এসিই আইওয়্যার নামে নতুন ধরনের এই রোদচশমা বা সানগ্লাস। এপ্রিল থেকেই এই রোদচশমার বুকিং করা যাবে। আগে থেকে অর্ডার করলে দাম পড়বে ৯৯ মার্কিন ডলার।

প্রতিটি এসিই আইওয়্যারের দাম ১৯৯ মার্কিন ডলার করে। কোম্পানি দাবি, এই সানগ্লাসগুলি ৮ মেগাপিক্সেল ছবি এবং এইচডি ভিডিও রেকর্ড করতে পারবে। ক্যামেরা ঘুরবে ১২০ ডিগ্রি পর্যন্ত। যেহেতু চশমার ফ্রেম চতুষ্কৌণিক, সেহেতু ছবিগুলিও হবে একই আকারের।

চশমার উপরে বাঁদিকের বোতাম টিপলেই শুরু হয়ে যাবে রেকর্ডিং। সানগ্লাস হলেও তা ধুলো এবং পানি নিরোধক। ক্যামেরায় আছে ৪ জিবি মেমোরি। টানা ৪০ মিনিট ভিডিও রেকর্ডি করা যাবে। ক্যামেরার ব্যাটারি টানা চলবে দেড় ঘণ্টা। তারপরও স্ট্যান্ডবাই মোডে আরও ৮০ ঘণ্টা ক্যামেরা রোল হবে।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য