artk
৮ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ২৩ অক্টোবর ২০১৮, ১১:৫০ অপরাহ্ন

শিরোনাম

সুখে আছে বিরাটের সাবেক এই প্রেমিকা!

বিনোদন প্রতিবেদক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ০৭৫৯ ঘণ্টা, শুক্রবার ১২ জানুয়ারি ২০১৮ || সর্বশেষ সম্পাদনা: ১৭১৪ ঘণ্টা, শুক্রবার ১২ জানুয়ারি ২০১৮


সুখে আছে বিরাটের সাবেক এই প্রেমিকা! - বিনোদন

বিরাট কোহলি এখন সংসারী পুরুষ। মুম্বাইতে আনুশকা শর্মার সঙ্গে ঘর গুছিয়ে নিয়েছেন তিনি। কিন্তু এক সময়ে বহু নারীর সঙ্গে নাম জড়িয়েছে ভারত অধিনায়কের।

বিরাটের সুন্দরী সাবেক প্রেমিকাদের মধ্যে অন্যতম হলেন ব্রাজিলীয় সুন্দরী ইসাবেল। বহু নামী সংস্থার বিজ্ঞাপনে কাজ করেছেন ইসাবেল। এছাড়া ‘সিক্সটিন’ (২০১৩) ও ‘পুরানি জিন্স’ (২০১৪) নামে দুইটি হিন্দি ছবিতে কাজ করেছেন।

বিরাটের সঙ্গে টানা দুই বছর প্রেমের সম্পর্কে ছিলেন ইসাবেল। কিন্তু তার পরে আর প্রেম টেকেনি। অতঃপর ব্রেকআপ। কিন্তু তাতে মোটেই কষ্টে নেই ইসাবেল। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই দেখা যাবে, জার্মানির বাসিন্দা মারসেল রেইমার নামের এক স্কেটারের সঙ্গে এই সুন্দরীকে।

শুধু তাই নয়, ইসাবেল কতটা সুন্দরী, তা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললেই দেখা যাবে। আর বর্তমান প্রেমিকের সঙ্গে দিব্যি সুখে রয়েছেন বিরাটের প্রাক্তন প্রেমিকা।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য