artk
৮ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ২৩ জুলাই ২০১৮, ৩:১৩ অপরাহ্ন

শিরোনাম

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসকর্মীর মৃত্যু

নিউজ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২১৪৭ ঘণ্টা, বৃহস্পতিবার ১১ জানুয়ারি ২০১৮


মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসকর্মীর মৃত্যু - জাতীয়

ক্রণিক লিউকেমিয়া ক্যান্সারে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট বিভাগের কর্মী সাইফুল ইসলাম (২৭) মারা গেছেন। বুধবার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে আমপাংয়ের কেপিজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।

পাসপোর্ট অধিদফতরের সহকারী পরিচালক আফজাউল ইসলাম জানান, বৃহস্পতিবার মালয়েশিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে সাইফুল ইসলামের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।

দূতাবাস সূত্রে জানা গেছে, ৭ জানুয়ারি থেকে জ্বরে আক্রান্ত হন সাইফুল। এর দুদিন পর বুধবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার রক্ত পরীক্ষা করে জানা যায়, তিনি ক্রণিক লিউকেমিয়া ক্যান্সারে আক্রান্ত।

ঝালকাঠি জেলার নলসিটি থানার তিমিরকাটি গ্রামের নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ২০০২ সালে ঢাকা আগারগাঁও হেড অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকরিতে যোগদান করেন। কাজের সুবাদে চলতি মাসের ১ তারিখ মালয়েশিয়া যান।

নিউজবাংলাদেশ.কম/এস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত