artk
৮ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ২৩ অক্টোবর ২০১৮, ১১:৫১ অপরাহ্ন

শিরোনাম

সশস্ত্র সন্ত্রাসীদের তাড়া খেয়ে শ্যুটিং রেখেই বাড়ি ফিরলেন সালমান

বিনোদন ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৯৫৮ ঘণ্টা, বৃহস্পতিবার ১১ জানুয়ারি ২০১৮


সশস্ত্র সন্ত্রাসীদের তাড়া খেয়ে শ্যুটিং রেখেই বাড়ি ফিরলেন সালমান - বিনোদন

এর আগে খুনের হুমকি দেয়া হয়েছিল বলিউড অভিনেতা সালমান খানকে। এবার গত মঙ্গলবার ফিল্ম সিটিতে তার শ্যুটিং সেটের কাছে পৌঁছে গেল সশস্ত্র লোকজন। ফলে বন্ধ করে দিতে হয় তার রেস ৩ সিনেমার শ্যুটিং। পুলিশ প্রহরায় অভিনেতাকে বাড়িতে পৌঁছে দেয়া হলো।

এর আগে বিষ্ণোই সম্প্রদায়ের এক গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সালমানকে খুনের হুমকি দিয়েছিল। উল্লেখ্য, বিষ্ণোই সম্প্রদায় কৃষ্ণসার হরিণের পূজা করে। গত সপ্তাহের বৃহস্পতিবার কৃষ্ণসার হত্যা মামলায় যোধপুর আদালতে সালমানের হাজিরা ঘিরে তাকে খুনের হুমকি দেয়া হয়েছিল।

গত ১০ বছর ধরে যোধপুর আদালতে কৃষ্ণসার শিকার মামলা চলছে।

গত মঙ্গলবার ফিল্ম সিটিতে সালমানের আগামী সিনেমা রেস ৩-র সেটে পৌঁছয় পুলিশ। পুলিশ সালমান ও প্রযোজক রমেশ তুরানিকে বলে যে, অভিনেতার যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে যাওয়া প্রয়োজন। কয়েকদিন তাকে চুপচাপ থাকারও পরামর্শ দেয়া হয়। ছয়জন পুলিশ কর্মী একটি গাড়িতে প্রহরা দিয়ে সালমানকে বাড়িতে পৌঁছে দেন।

গত বৃহস্পতিবার গ্যাংস্টার লরেন্স হুমকি দেয় যে, যোধপুরে সালমানকে খুন করা হবে..তাহলেই তিনি আমাদের প্রকৃত পরিচয় জানতে পারবেন।

লরেন্স কুখ্যাত গ্যাংস্টার। তার বিরুদ্ধে ২০টিরও বেশি খুনের চেষ্টা, তোলাবাজি, গাড়িচুরি, ছিনতাই ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই হুমকির পরিপ্রেক্ষিতে সালমান নিজেকে মুম্বাইতে নিরাপদ মনে করলেও পুলিশ জানতে পারে যে, শহরেই তিন জন তাকে খুনের হুমকি দিয়েছে। এরইমধ্যে শ্যুটিং লোকেশনের কাছে কয়েকজন বিশৃঙ্খলা তৈরি করতে পাঠানো হয়। সশস্ত্র কয়েকজন সেটের কাছে চলে আসে। বিপদ বুঝে পুলিশ সালমানকে দ্রুত সরিয়ে নিয়ে যায়।

সালমানের প্রতি হুমকিকে গুরুত্ব দিয়েই দেখছে পুলিশ। সিনেমার সেটেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য