artk
৮ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ২৩ অক্টোবর ২০১৮, ১১:৫১ অপরাহ্ন

শিরোনাম

স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি খালেদার শ্রদ্ধা

সাভার সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৩২১ ঘণ্টা, শনিবার ১৬ ডিসেম্বর ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১০১৬ ঘণ্টা, রোববার ১৭ ডিসেম্বর ২০১৭


স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি খালেদার শ্রদ্ধা - রাজনীতি
ফাইল ফটো

মহান বিজয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার সকাল পৌনে ১১টায় দলের নেতাকর্মীদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক শ্রদ্ধা জানান সাবেক এই প্রধানমন্ত্রী।

শ্রদ্ধা নিবেদন শেষে খালেদা জিয়া রাজধানীর উদ্দেশ্যে রওনা হন।

এর আগে শুক্রবার বিজয় দিবস উপলক্ষে বাণী দেন খালেদা জিয়া। বাণীতে তিনি আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন, “ওদের হাত থেকে প্রিয় মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে বিপদমুক্ত করতে স্বাধীনতা যুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।”

জাতি শনিবার যথাযোগ্য মর্যাদা ও আনন্দ উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন স্মরণ করছে, স্মরলণ করছে শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের। মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ঢল জনতার নেমেছে।

শনিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে সূচনা হয় বিজয় দিবসের। সকাল সাড়ে ৬টার কিছু পরে স্মৃতিসৌধের বেদীতে শহীদদের উদ্দেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত