artk
৬ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, রোববার ২১ অক্টোবর ২০১৮, ৩:১০ অপরাহ্ন

শিরোনাম

রাত জাগলেই বিপদ

লাইফস্টাইল ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১০৩৫ ঘণ্টা, শুক্রবার ১৫ ডিসেম্বর ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৬৫৬ ঘণ্টা, শুক্রবার ১৫ ডিসেম্বর ২০১৭


রাত জাগলেই বিপদ - লাইফস্টাইল
ছবি প্রতীকী

ফেসবুক, হোয়্যাটসঅ্যাপে গল্প এবং আরও নানা কারণে বেশি রাত করে ঘুমানোর প্রবণতা ক্রমশ বাড়ছে। কিন্তু তাই বলে ভোরে উঠে অফিস বা স্কুল–কলেজে যাওয়ার সময় তো আর পাল্টে যাচ্ছে না। ফলে কম ঘুমিয়েই ভোরে উঠে ছুটতে হচ্ছে কর্মক্ষেত্রে। কিন্তু এর ফলে যে শরীরের মারাত্মক ক্ষতি হচ্ছে, সেটা জানেন কি?‌ আসুন দেখে নিই কী কী অসুবিধা হতে পারে এতে।

১. বেশি রাত করে ঘুমালে হঠাৎ বেড়ে যেতে পারে রক্তচাপ। ক্রমে উচ্চ রক্তচাপের অসুখ ক্রনিক হয়ে দাঁড়াতে পারে। আর যদি আগে থেকেই ক্রনিক উচ্চ রক্তচাপ থেকে থাকে, তাহলে সেটা আরও জাঁকিয়ে বসতে পারে শরীরে।

২.‌ ওজন বাড়ার অন্যতম বড় কারণ দিনে আট ঘণ্টা ঘুম না হওয়া। ঘুম কম হলে খিদে বাড়ানোর হরমোনের মাত্রা বেড়ে যায়। ফলে স্বাভাবিক পরিমাণে খেলেও ওজন বাড়তে থাকে।

৩. ‌এই হরমোনের কারণেই কম ঘুমোলে ত্বকের ঔজ্বল্য কমে যায়।

৪. কম ঘুমালে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সর্দি কাশি হজমের গণ্ডগোল ধরে যায় খুব সহজে। আর একবার হলে সহজে সারে না।

৫. খুব কম ঘুমোলে প্রজনন ক্ষমতাও কমে যায়।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য