artk
৮ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ২৩ অক্টোবর ২০১৮, ১১:৫০ অপরাহ্ন

শিরোনাম

বাবা হচ্ছেন মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৪৫০ ঘণ্টা, সোমবার ১১ ডিসেম্বর ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ০৯৪২ ঘণ্টা, মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০১৭


বাবা হচ্ছেন মুশফিকুর রহিম - খেলা

বাবা হচ্ছেন মুশফিকুর রহিম। শিগগিরই তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির কোলজুড়ে আসছে তাদের অনাগত সন্তান। মুশফিকের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেল এমন সুখবর। বর্তমানে মেডিক্যাল চেক আপ করাতে থাইল্যান্ডে আছেন এই দম্পতি।

২০১১ সালের জুনে মাহমুদউল্লাহ রিয়াদের গায়ে হলুদের দিন জান্নাতুল কিয়াইয়াত মন্ডির সঙ্গে পরিচয় হয় মুশফিকের। তাতেই মন্ডিকে ভালো লেগে যায় মুশফিকের। শুরু হয় মনের লেনাদেনা। সবশেষে জীবনসাথী। ২০১৪ সালের সেপ্টেম্বরের দিকে বিয়ের পিঁড়িতে বসেন মুশফিক ও মন্ডি।

বিয়ের পর টানা টুর্নামেন্টের ধুম পড়েন। ব্যস্ত হয়ে পড়েন মুশফিক। জিম্বাবুয়ে সিরিজ, বিশ্বকাপ, বিসিএল, পাকিস্তান সিরিজ। যার মাঝে আটতে যায় মুশফিক-মন্ডি দম্পতির মধুচন্দ্রিমা। এরপর মাঠের ব্যস্ততা সেরে নববধূকে নিয়ে মালদ্বীপে উড়াল দেন মুশফিক। এমন রোমান্টিক যুগল মুশফিক-মন্ডির ঘরে এবার আসছে নতুন অতিথি।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য