artk
৪ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ১৯ অক্টোবর ২০১৮, ৬:০০ পূর্বাহ্ণ

শিরোনাম

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডিকে অপসারণ

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৬৪০ ঘণ্টা, বুধবার ০৬ ডিসেম্বর ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ০৯২৭ ঘণ্টা, বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০১৭


এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডিকে অপসারণ - অর্থনীতি

প্রবাসী উদ্যোক্তাদের মালিকানায় বেসরকারি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবর রহমানকে অপসারণের চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার এনআরবি কমার্শিয়াল ব্যাংকের সংশ্লিষ্টদের কাছে ওই চিঠি পাঠানো হয়। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঋণ সংক্রান্ত অনিয়ম এবং দায়িত্বে পালনে ব্যর্থতার কারণে তাকে পদ থেকে অপসারণ করা হয়েছে। আগামী দুই বছর তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের এমডি-উপদেষ্টা অথবা পরামর্শক হতে পারবেন না।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, “এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারায় তাকে অপসারণ করা হয়েছে। বুধবার দেওয়ান মুজিবর রহমানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এসজে/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য