artk
৮ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, বুধবার ২৪ অক্টোবর ২০১৮, ১২:৩৮ পূর্বাহ্ণ

শিরোনাম

যুব বিশ্বকাপ: অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৩২৪ ঘণ্টা, বুধবার ০৬ ডিসেম্বর ২০১৭


যুব বিশ্বকাপ: অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল ঘোষণা - খেলা

২০১৮ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি যুব বিশ্বকাপ। ইতোমধ্যে সময়সূচিও ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আগামী ১৩ জানুয়ারি শুরু হবে ১৬ দলের টুর্নামেন্ট। উদ্বোধনী দিনেই লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের শিরোপা অভিযান। গত বছর ঘরের মাঠে অনুষ্ঠিত যুব বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশের যুবারা।

বিশ্বকাপের জন্য বুধবার দুপুরে মিরপুরে ১৫ সদস্যের বাংলাদেশ যুব দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ঘোষিত দলে ৭ জনকে স্ট্যানবাই হিসেবে রাখা হয়েছে। অবশ্য এখনও অধিনায়ক ঘোষণা করা হয়নি।

বাংলাদেশ যুব দল: পিনাক ঘোষ, মো. নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মো. তাওহিদ হৃদয়, আমিনুল ইসলাম বিপ্লব, মো. রাকিব, মাহিদুল ইসলাম ভূইঞা অঙ্কন (উইকেটরক্ষক), শাকিল হাসান (উইকেটরক্ষক) রবিউল হক, নাঈম হাসান, কাজী অনিক ইসলাম, রনি হোসেন, হাসান মাহমুদ, টিপু সুলতান।

স্ট্যান্ড বাই: সজিব হোসেন, রায়হান রাফসান, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সাইদুল ইসলাম প্রামাণিক, ইয়াসিন আরাফাত, আব্দুল হালিম, ও মুনিরুল ইসলাম।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো:
১৩ জানুয়ারি : বাংলাদেশ বনাম নামিবিয়া
১৫ জানুয়ারি : বাংলাদেশ বনাম কানাডা
১৮ জানুয়ারি : বাংলাদেশ বনাম ইংল্যান্ড

*৮ ও ১০ জানুয়ারি আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য