artk
৪ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ১৯ অক্টোবর ২০১৮, ৭:৩৪ পূর্বাহ্ণ

শিরোনাম

লক্ষ্যমাত্রা ছাড়াতে পারে জিডিপি প্রবৃদ্ধি: অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৮১৬ ঘণ্টা, বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ০৯৫৭ ঘণ্টা, শুক্রবার ০১ ডিসেম্বর ২০১৭


লক্ষ্যমাত্রা ছাড়াতে পারে জিডিপি প্রবৃদ্ধি: অর্থমন্ত্রী - অর্থনীতি

চলতি অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের আলোচনায় এ আশা ব্যক্ত করেন তিনি।

মুহিত বলেন, “অর্থনীতি যে গতিতে আগাচ্ছে, তাতে ২০১৭-১৮ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশ অর্জিত হবে।”

গত এক দশকে ব্যাপক উন্নয়ন হয়েছে কৃষি খাতে। এ ছাড়া আগামী ২০২৫ সালের মধ্যে দেশে দারিদ্র্যের হার ৭ শতাংশের নিচে নিয়ে আসার চেষ্টা চলছে বলে জানান অর্থমন্ত্রী।

বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে জানিয়ে কৃষিবিদ ইনস্টিটিউশনে অ্যাগ্রো কেরিয়ার এক্সপোতে এক আলোচনা সভায় অর্থমন্ত্রী বলেন, “বন্যার কারণে এ বছর চালসহ খাদ্যশষ্য উৎপাদন কিছুটা কম হয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এএইচকে 

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য