artk
৪ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ১৯ অক্টোবর ২০১৮, ৬:৪৩ পূর্বাহ্ণ

শিরোনাম

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

চট্টগ্রাম সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১০৪০ ঘণ্টা, বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৩৪৩ ঘণ্টা, বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০১৭


চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত - জাতীয়
ছবি প্রতীকী

চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার পেছনে চিটাগাং ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ সংলগ্ন রেল লাইনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মহিম উদ্দিন ওরফে মহিন (৩৬)। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তিনি চট্টগ্রামের বায়েজিদ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

র‌্যাব-৭ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমানের ভাষ্য, “একদল সন্ত্রাসীর অবস্থানের তথ্য পেয়ে র‌্যাবের টহল দল ভোরে চান্দগাঁওয়ের ওই এলাকায় যায়। সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের দিকে গুলি ছুড়লে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। সন্ত্রাসীরা পালিয়ে গেলে সেখানে একজনকে পড়ে থাকতে দেখা যায়।”

গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা নিহতকে মহিন হিসেবে শনাক্ত করেন বলে র‌্যাব কর্মকর্তা আশক জানান।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল, একটি পিস্তল, একটি রিভলবার ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত