artk
৪ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ১৯ অক্টোবর ২০১৮, ৬:৩০ পূর্বাহ্ণ

শিরোনাম

বিপিএলে ঢাকার প্রথম পর্ব শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে কুমিল্লা

স্পোর্টস রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৮০০ ঘণ্টা, বুধবার ২২ নভেম্বর ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৮০২ ঘণ্টা, বুধবার ২২ নভেম্বর ২০১৭


বিপিএলে ঢাকার প্রথম পর্ব শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে কুমিল্লা - খেলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের পঞ্চম আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে। এর মধ্যে সিলেট পর্বে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে স্বাগতিক দল হিসেবে ফায়দাটা নিতে পেরেছিল নাসির হোসেনের দল। ৪ ম্যাচের ৩টিতেই জিতেছে সিলেট। একটি হারলেও ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে নাসির-সাব্বির-থারাঙ্গারা।

সিলেট থেকে বিপিএল এসেছিল ঢাকায়। মঙ্গলবার ঢাকায় প্রথম পর্বের খেলাগুলো দারুণ উত্তাপ ছড়িয়েছে। ইতিমধ্যে সবগুলো দলেই বিদেশি তারকারা যোগ দিয়েছেন। ঢাকায় প্রথম পর্বে মোট ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেখানে সবাইকে ছাড়িয়ে শীর্ষে উঠেছে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকায় প্রথম পর্বের খেলা শেষে ৬ ম্যাচে টানা পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে কুমিল্লার দলটি।

তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা শেষ দুই ম্যাচে হেরেও ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে সাকিবের দলটি। অবশ্য ঢাকার চেয়ে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। তবে সিলেট পর্বে শীর্ষে ঢাকা নাসির হোসেনের দলটি ঢাকায় এসে সুবিধা করতে পারেনি। ঢাকার চার ম্যাচে খেলে তিনটিতেই হেরেছে। বৃষ্টির কারণে ঢাকার সঙ্গে এক ম্যাচে ড্রয়ের ফলে তাদের পয়েন্টেএখন ৭।

অন্যদিকে ঢাকায় শুরুটা ভালো করতে পারেনি মাশরাফি রংপুর। তবে নিজেদের শেষ দুই ম্যাচে নাটকীয় জয়ে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে মাশরাফি-গেইলরা। বিপিএলের গত আসরের রানার্স-আপ মুশফিক-সামিদের রাজশাহী কিংসের অবস্থান মটেও ভাল না। সাত ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে রাজশাহীর দলটি। দুই জয়ে চার পয়েন্ট নিয়ে সপ্তম রাজশাহী। এবারের বিপিএলে সিলেট ও ঢাকায় নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি চিটাগং ভাইকিংস।

চিটাগং নিজেদের মাঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছে। চিট্টগ্রাম পর্বে অংশ নিতে আগে ভাগেই চট্টগ্রামে অবস্থান করছে সৌম্যরা। আগামী ২৪ নভেম্বর থেকে বিপিএলের আনন্দে ভাসবে বন্দর নগরী চট্টগ্রাম। সেখানে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত মোট দশটি ম্যাচ অনুষ্ঠিত হবে। নিজেদের মাঠে চিটাগং ভাল কিছু করবে এমনটাই প্রত্যাশা চিটাগংয়ের দর্শকদের।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য