artk
১১ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ২৫ জুন ২০১৮, ৪:০৯ অপরাহ্ন

শিরোনাম

মাঠে নামছেন তামিম
টসে জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

স্পোর্টস রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৮০৭ ঘণ্টা, মঙ্গলবার ১৪ নভেম্বর ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৮২২ ঘণ্টা, মঙ্গলবার ১৪ নভেম্বর ২০১৭


টসে জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স - খেলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১৪তম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ ম্যাচ দিয়েই কুমিল্লার হয়ে বিপিএল শুরু করতে যাচ্ছে জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। চোটের কারণে কুমিল্লার হয়ে প্রথম তিন ম্যাচ খেলতে পারেনি তিনি।

মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধা ছয়টায়। বিপিএলে চিটাগং ভাইকিং তিন খেলায় দুটিতেই হেরেছে। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তিন ম্যাচ খেলে দুই জয় তুলে নিয়েছে।

এদিকে, দিনের প্রথম ম্যাচে সাকিবের ঢাকা ৪ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইগান্সকে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য