artk
১০ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর ২০১৮, ৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম

ডিএসইর সূচকে উত্থান

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭৫৫ ঘণ্টা, মঙ্গলবার ১৪ নভেম্বর ২০১৭


ডিএসইর সূচকে উত্থান - অর্থনীতি

বিগত সাড়ে আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। একই সঙ্গে ডিএসইতে বেড়েছে সব ধরনের সূচক।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৭৬ কোটি ৯১ লাখ টাকা। এর আগে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৫০৮ কোটি টাকা। ওই দিনের পর থেকে আড়াই মাসে আজই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

এদিকে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স মঙ্গলবার ৩৫ পয়েন্ট বেড়ে ৬২৫২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই ৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৭ পয়েন্টে অবস্থান করছে। যা এই দুই সূচক চালু হওয়ার পর সর্বোচ্চ অবস্থান।

মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর।

অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৫ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১৯৩৮১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১৩, সিএসই-৩০ সূচক ৩১৮, সিএসসিএক্স ৬৯ পয়েন্ট ও সিএসআই ১০ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে যথাক্রমে ১৪৮০, ১৭৪৬২, ১১৭৩২ ও ১২৪২ পয়েন্টে।

সিএসইতে মঙ্গলবার ৭২ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৩ কোটি টাকা বেশি।সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানির। এদের মধ্যে শেয়ার এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।

নিউজবাংলাদেশ.কম/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য